কার্যচিত্র
মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ
বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ। বয়স বিরাশি বছর। পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম প্যারা ট্রুপার ও ফ্রগম্যান ছিলেন। ১৯৭১ এ জীবনের ঝুঁকি নিয়ে তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে চলে আসেন। মুক্তিযুদ্ধের সময় ছিলেন নয় নম্বর সেক্টরের শমসেরনগর সাব সেক্টরের কমাণ্ডার । এই বীর যোদ্ধার মুখোমুখি হয়েছিলাম ২ আগস্ট ২০১৯ তারিখ বিকেলে। প্রায় তিনঘন্টার আলাপচারিতায় উঠে আসে যুদ্ধদিনের অজানা ঘটনাগুলো। তার মতো বীর মুক্তিযোদ্ধারা ছিলেন বলেই বাংলাদেশ মাত্র নয় মাসে স্বাধীনতা লাভ করে। কিন্তু বীরের দেশে আমরা কি মনে রেখেছি এই বীরযোদ্ধাদের?
© 2019, https:.