‘২৬ মার্চ, ১৯৭১। ভোরবেলা। লোকমুখে খবর আসে ঢাকায় আর্মি নেমেছে। গ্রামের সবার মনে আতঙ্ক। পাকিস্তানি সেনারা এই বুঝি এসে পড়ে! ভয়ে তটস্থ সবাই। এভাবেই কেটে যায় দিন দুয়েক। এক দুপুরে চলে আসে পাকিস্তানি সাঁজোয়া বাহিনী। তারা ক্যাম্প বসায় গরীবপুর, উজিরপুর ও চৌগাছায়। আমাদের গ্রামের খুব কাছেই ছিল চৌগাছা। প্রায় দিনই পাকিস্তানি সেনারা নিকটবর্তী গ্রামগুলোতে অত্যাচার চালাত। লোক চিনিয়ে ও পথ দেখিয়ে তাদের সাহায্য করত শান্তি কমিটির লোকেরা।’
খানিক দম নিয়ে ওহিদুল ইসলাম খান আবার বলতে শুরু করেন, “আমরা ছিলাম গ্রামের সাধারণ তরুণ। গোলাগুলি কী জিনিস, জানতাম না। একদিন ওয়াদুদ, জায়েদ, কাশেমসহ কয়েক বন্ধু একটি সংবাদ নিয়ে এলো। ‘ইন্ডিয়া থাকি বোমা দিচ্ছে পাঞ্জাবিদের মারার জন্য।’ শুনেই আমাদের চোখেমুখে আলো ছড়ায়। গোপনে আমরা যুক্তি করলাম–বোমা আনতে যাব ভারতে।
মার্চের শেষ দিকের কথা। বোমার খোঁজে এক রাতে ঘর ছাড়লাম। খলশি বাজার হয়ে কপোতাক্ষ নদ পার হই আমরা। ভোরের আলো ছড়াতেই পৌঁছে যাই ভারতের বয়রায়। ‘ভাই, বোমা মিলবে কোথায়?’ এমন প্রশ্নে স্থানীয়রা মুচকি হাসে। অবাক হয়ে চেয়ে থাকে মুখপানে। তারা বুঝে যায় আমরা ‘জয় বাংলা’র লোক। এক বৃদ্ধ বললেন, ‘বোমা পেতে ট্রেনিং নিতে হয়।’
আমরা তাতেই রাজি হই। জেনে নিই ট্রেনিং ক্যাম্পের ঠিকানা। বনগাঁ হয়ে আসি পাঁচ নম্বর টালিখোলায়। সেখানে পনেরো দিন চলে লেফট-রাইট। কয়েক দিন কাটে অনাহারে, শুধু পানি খেয়ে। কী যে কষ্ট ছিল ওই সময়টায়! সেখান থেকে আমরা চলে যাই রানারঘাটে। আমাদের রিক্রুট করে পাঠিয়ে দেওয়া হয় প্রথমে কল্যাণে এবং পরে বিহারের চাকুলিয়ায়। ওখানেই আমরা অস্ত্র প্রশিক্ষণ নিই আটাশ দিন। আমি ছিলাম ফোর উইংসে। আমার এফএফ (ফ্রিডম ফাইটার) নং ৪৮৮৪৬।’’
বোমা আনতে গিয়ে কীভাবে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে ফিরলেন, সে কাহিনিই শুনছিলাম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ওহিদুল ইসলাম খানের মুখে। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার জগদিশপুর গ্রামে। বাবা গোলাম রহমান ছিলেন একজন সরকারি চাকুরে। মা সাহার বানু সাধারণ গৃহিণী। একাত্তর সালে তিনি ছিলেন এসএসসি পরীক্ষার্থী।
মুক্তিযোদ্ধা ওহিদুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। মাঝেমধ্যে স্কুল পালিয়ে নৌকা ভাসাতেন মরজাত বাঁওড়ে। বাঁওড়ের জলে সাঁতার কাটা আর মাছধরাতেই ছিল তার আনন্দ। বাল্যবন্ধু মণ্ডল, মমিনুল, আজিজুল, সাহেবের সঙ্গে হাডুডু ও দাঁড়িয়াবান্ধা খেলার কথা মনে হলে আজও তিনি উদাস হয়ে যান।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম শোনেন ফুফুর বাড়িতে, রেডিওতে। রক্ত গরম করা সে ভাষণ শুনলে আজও তিনি উদীপ্ত হন। তার ভাষায়, “বঙ্গবন্ধু বললেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা কর।’ বঙ্গবন্ধুর মতো এমন হৃদয়ছোঁয়া ভাষণ আর কারও কণ্ঠে শুনিনি।”
মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম খানের বয়স এখন সত্তরের ওপর। মেশিন ছাড়া তিনি কানে শোনেন না। বয়সের ভারে প্রায় নুয়ে পড়েছেন। স্মৃতি থেকে হারিয়ে গেছে বহু ঘটনা। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি আজও তার মনে জীবন্ত হয়ে আছে। স্মৃতি হাতড়ে তিনি জানালেন ওই সময়কার কয়েকটি অপারেশনের কথা। তিনি বলেন, “ট্রেনিং তখন শেষ। আমাদের পাঠিয়ে দেওয়া হয় শিয়ালদা। ওখান থেকে খুলনার শেষ সীমান্তে, দক্ষিণ বাগুনডিয়ায়। আমরা ছিলাম গেরিলা। ব্রিজ, কালভার্ট, ট্রেনলাইন, টেলিফোন লাইন উড়িয়ে দেওয়াই ছিল কাজ। আক্রমণ করেই সরে পড়তাম। কিন্তু বাগুনডিয়ার পথঘাট আমাদের চেনা ছিল না। ফলে অপারেশন করতে গিয়ে পড়তে হত নানা বিপত্তিতে। কিন্তু তবু বন্ধ ছিল না অপারেশন।
দক্ষিণ বাগুনডিয়া থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হয় বয়রায়। ৮ নম্বর সেক্টরের অধীন বয়রা সাব-সেক্টরের কমান্ডার ছিলেন মেজর হুদা। তার অধীনে আমি, জাফর, হেলাল, গোলাম জারিয়া, ওয়াদুদ, জাহিদসহ ১০ জন ছিলাম স্পেশাল ফোর্সে। ওই এলাকার সব পথঘাট ছিল আমাদের চেনা। পাকিস্তানি সেনাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের ওপর আমরা হ্যারেজমেন্ট ফায়ার করতাম। এভাবেই আমরা অপারেশন করি চৌগাছা, উচিতপুর, অ্যারোলের বিল প্রভৃতি এলাকায়”
কোন অপারেশনে গুলিবিদ্ধ হলেন?
এমন প্রশ্নে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ওহিদুল ইসলাম চুপ হয়ে যান। অতঃপর লম্বা একটা নিশ্বাস নিয়ে ধীরে ধীরে বলতে থাকেন, “সময়টা মে মাসের মাঝামাঝি। একটি ব্রিজ ছিল শৈলোবাজারে। ওই পথেই পাকিস্তানি সেনারা চৌগাছা থেকে যশোরে চলাচল করত। আমাদের ওপর নির্দেশ আসে ব্রিজটি উড়িয়ে দেওয়ার। মুক্তারপুর ছিল মুক্ত এলাকা। তাই আমরা প্রথমে সেখানে আশ্রয় নিলাম। তখন দুপুরবেলা। আমরা ব্রিজ ওড়ানোর পরিকল্পনা করছি। হঠাৎ এক লোক এসে হাউমাউ করে কাঁদতে থাকল। তার বাড়ি পাশের গরীবপুরে। ওই গ্রামে পাকিস্তানি সেনারা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। পালা করে তারা তুলে নিয়ে যাচ্ছে বাঙালি তরুণীদের। লোকটি আমাদের সাহায্য চাইল। আমরাও তাকে বিশ্বাস করলাম। সন্ধ্যা তখন হয় হয়। আমরা গরীবপুরে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবু পিছপা হলাম না। ছিলাম ২২ জন। উঠি ওই লোকের বাড়িতে। আমাদের পেয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। খাসি জবাই করে রান্নার প্রস্তুতি নেন। আয়োজনের ফাঁকে তিনি গোপনে খবর দিয়ে আসেন পাকিস্তানিদের ক্যাম্পে। আমরা তার কিছুই ঠাওর করতে পারিনি।
আমাদের বসানো হলো ঘাসকাটার একটি ঘরে। পাশেই বিস্তীর্ণ বিল অঞ্চল। নাম অ্যারোলের বিল। ওই ঘরের দরজায় আমি এলএমজি সেট করি। এসএলআর সেট করব জানালাতে। জানালার ওপাশে বাইরে তাকাতেই দেখি, দুপাশ থেকে পিঁপড়ের মতো পাঞ্জাবিরা আমাদের ঘিরে ফেলছে। আমরা যে যার মতো সরে পড়লাম। অ্যারোলের বিলেই হলো আমাদের আশ্রয়। আমার কাছে স্টেনগান। বিলের মধ্যে ধানগাছের নিচে আমি মাথাটা ডুবিয়ে রাখলাম। পাঁচশ গজ সামনে পাকিস্তানি সেনা। আমাকে লক্ষ্য করে তারা গুলি ছুড়ছে। আমি সামান্য সরে যাই। পানির নিচে ডুব দিয়ে মাথাটা বাঁচাই। পানির মধ্যে চু চু শব্দে গুলি আসছে। মাথা তুললেই মারা পড়ব। স্টেনগানটি পরিষ্কার করে আমি ধানখেতে পজিশন নিই। ট্রিগার টিপ দিতেই শুনলাম ‘ইয়া আলী’ বলে চিৎকারের শব্দ। আমার গুলিতে এভাবেই মারা পড়ল কয়েকজন পাকিস্তানি সেনা।
আমি পেছন ফিরে সাঁতার দিয়ে সামনে এগোব। অমনি একটি গুলি এসে লাগে আমার ডান উরুতে। গলগল করে রক্ত বেরোচ্ছিল। পানি লেগে তাতে ভীষণ জ্বালা করছে। তবু খেয়াল নেই আমার। মৃত্যুভয় মনে। এই বুঝি ধরা পড়ে যাই। শুধু আল্লাহর নাম জপছিলাম। অস্ত্রটা কাদায় লুকিয়ে ধীরে ধীরে বিলের পানিতেই গা ভাসালাম। বিল পেরিয়ে রাতের মধ্যেই পৌঁছে গেলাম মুক্তারপুরে। দু-তিন দিন থাকি রেস্টে। অতঃপর সুস্থ হয়েই আবার ফিরি অপারেশনে।”
আরেক অপারেশনে মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম পায়ে আঘাতপ্রাপ্ত হন। সেদিনকার কথাও বললেন, “বয়রা ক্যাম্প তখন ছাড়ব-ছাড়ব অবস্থা। আমাদের সঙ্গে যোগ দিল ভারতীয় শিবসেনারা। তখন সম্মিলিতভাবে আমরা যুদ্ধ করছি। সামনের দিকে থেকে আমরা তাদের রাস্তা চিনিয়ে দিই। হারকাণ্ডি নামক স্থানে আমরা পাকিস্তানি সেনাদের প্রচণ্ড বাধার মুখে পড়ি। আমরা যেখান থেকে আর্টিলারি মারি, ওরা প্রায় সঙ্গে সঙ্গে ঠিক সে জায়গাতেই আর্টিলারি ছুড়ছিল। আমরা টিকতে পারছিলাম না।
হঠাৎ একটি সেল এসে পড়ে আমার সামনে। কিছু বুঝে ওঠার আগেই একটি স্প্লিন্টার আমার ডান পায়ের হাঁটুর নিচের পাতায় আঘাত হানে। প্রথমে টের পাইনি। রক্তে ভিজে যাচ্ছিল পা। ঘাস চিবিয়ে জখমের জায়গায় চেপে ধরলাম। খানিক পরেই বন্ধ হয়ে যায় রক্তপড়া। পরে ক্যাম্পে চিকিৎসা নিয়ে সেরে উঠি।”
স্বাধীনতার পরের জীবন নিয়ে আক্ষেপ আর অভিমানের মেঘ জমা ছিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলামের মনে। ওই প্রসঙ্গ ওঠাতেই সে মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে তার দুচোখে। একজন মুক্তিযোদ্ধার কান্না আমাদের স্পর্শ করে।
ওহিদুল ইসলাম বলেন, ‘‘পরের যুদ্ধটা ছিল আরও কঠিন। ঢাকায় থাকতাম বোনের বাসায়। অনেক খুঁজেও কোনো কাজ পাইনি। অতঃপর টাইপ শিখে শুরু করি জীবনসংগ্রাম। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টাইপের কাজ করতাম। নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতাম না। কাজ করে যা পেতাম তা দিয়ে চলত না সংসার। ধারদেনা লেগেই থাকত। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালিয়েছে বহু কষ্টে।”
তিনি আক্ষেপ করে বললেন, “এখন তো কেউ কেউ গল্প শুনে মুক্তিযোদ্ধা হচ্ছে। গাছ থেকে পড়ে হাত-পা ভেঙেছে–সেও হয়ে যাচ্ছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এর চেয়ে অপমানের আর কী আছে!” যুদ্ধাপরাধী, রাজাকার ও আলশামসদের বিচার বিষয়ে মুক্তিযোদ্ধা ওহিদুল বলেন, “সব সরকারই এদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করেছে। ফলে এরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার না হলে এ জাতি কলঙ্কমুক্ত হতো না।”
মুক্তিযোদ্ধা হিসেবে খারাপ লাগার অনুভূতির কথা এভাবে বললেন ওহিদুল, ‘‘স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রপতি ও মন্ত্রী হয়েছে। তাদের গাড়িতে উড়েছে লাল সবুজ পতাকা। মুক্তিযোদ্ধা হিসেবে এর চেয়ে বড় কষ্টের আর আপমানের বিষয় আর কিছুই নেই।”
দেশের নানা সমস্যার মাঝেও নতুন প্রজম্মকে নিয়ে আশায় বুক বাঁধেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুল ইসলাম খান। তাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা লেখাপড়া শিখে যোগ্য মানুষ হিসবে তৈরি হও। আমরা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছি। তোমরা ভালোবাসা দিয়ে দেশটাকে এগিয়ে নিও। মনে রেখ, দুর্নীতি থাকলে কোনো জাতি দাঁড়াতে পারে না। স্বার্থচিন্তা মানুষের বিবেক নষ্ট করে দেয়।”
লেখাটি প্রকাশিত সংবাদ প্রকাশে, প্রকাশকাল: ৮ অক্টোবর ২০২১
© 2021, https:.